
lirik lagu rupankar bagchi - akash jure suninu koi
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Lirik lagu lainnya:
- lirik lagu tyzo bloom - closer to you
- lirik lagu torné - dawn of misery
- lirik lagu wayne woodward - n.u.m.b
- lirik lagu sumaya andina - maricitay
- lirik lagu new age - creature of habit
- lirik lagu edson & hudson - eu e você de novo
- lirik lagu ngoc son - tiền
- lirik lagu lgoony - backstage
- lirik lagu şehreküstü - gel dokun
- lirik lagu giancarlo campomanes - no queda nada