lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu rupam islam - ugrobaader guptoboi

Loading...

ওহে পিয়ানো বাজবে কবে
বিমূর্ত থেকে মূর্ত হবে
ওহে লেখনী লিখছ কই

উগ্রবাদের গুপ্ত বই
রুখো অশনি আঙ্গুল ছোঁবে
আগুন অবচেতন ক্ষোভে
তুফান বেগে খুঁজতে হবে
সঞ্জীবনী মৃতের স্তবে
শুদ্ধবাদের দেউলেপনায়
ভাট মারানোর প্রস্তাবনায়
আদ্যপান্ত ভাবের দেনা
হাতুড়ে যত আবর্জনা
জ্বালাবে কবে সাজাবে কবে
কয়লা কালো-কে ধবধবে
ময়লা মনে জ্বালাও বাতি
(আর)পেছনপাকার পেছনে লাথি
ওঠো হে সৈন্য লড়তে হবে
নেতার মনে পড়তে হবে
শাসন শুধু ভাষণ নয়
আসল অস্ত্র সমন্বয়
দালাল যখন দলিল খোঁজে
বিষের মর্ম শহীদ বোঝে
চিবিয়ে কাগজ গিলছি ঢোঁক
রেভলিউশন সফল হোক
ড্রামার তোর দামামা রবে
ড্রামা-র শেষ দৃশ্যে হবে
বিসর্জিতা গ্র্যামার বই
শ্মশান চিতা আগুন খই
পুড়ছে ভাট পুড়ছে ভান
z মিলিয়ন প্রেমের গান
কষিয়ে মারো ঠাসিয়ে চড়
লাগুক গুলি বিঁধুক শর
ওহে গিটারি বাজনা তোলো
বজ্র সুরে গিটার সোলো
স্মৃতির ওমে লেপ তোশক
গরম করো শীতল শোক
হে সেনাপতি অস্ত্রাগারে
গিটারও আলো জ্বালতে পারে
অন্ধ মনে জ্বালিয়ে বাতি
পচনতন্ত্রের পেছনে লাথি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...