lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ruma sanyal - mon mor megher sangi

Loading...

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ~আলোকে
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো~কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়~আহ্বানে

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো~ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো~ছলো তটিনীতরঙ্গে

মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল~তমাল অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...