lirik lagu rodoshi isfar fatemi - onubhutir aloron
[verse 1]
ডিসেম্বরের শুরুর দিকে এক রাতে
শাহবাগের মোড়ে তুমি আর আমি একসাথে
প্রচন্ড শীত, দু’ কাপ চা দু’ হাতে
নিয়ে তুমি এলে ধীরে ধীরে আমার কাছে
[pre~chorus]
কিছু অকথিত কথা, কিছু লুকোনো বাসনা
গানের সুরে আমরা দু’জনাই আনমনা
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[verse 2]
শীতল সে হাত বাড়িয়ে দিলে আমার কোলে
লাজুক সে হাসি পারিনি আমি লুকোতে
এগিয়ে যাই ফুটপাথ ধরে ঘরের দিকে
মনে হলো হঠাৎ ঘর পেয়েছি তোমার মাঝে
[pre~chorus]
কিছু না বলা কথা, কিছু লুকোনো বাসনা
অচেনা পথেও আমরা আর নই ছন্নছাড়া
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে আছো তুমি
একি অনুভূতির আলোড়ন?
এ ম্রিয়মাণ রাত আলোকিত করে দিলে তুমি
একি রূপকথার আগমন?
[post~chorus]
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আয়োজন
একি অনুভূতির আলোড়ন,একি রূপকথার আগমন
একি এই রাতের আবেদন?
Lirik lagu lainnya:
- lirik lagu wolfram (rus) - яблоки голден (golden apples)
- lirik lagu dthang - type nigga
- lirik lagu lachi - a girl
- lirik lagu boyandres - you know why i love you?
- lirik lagu derek - levitou
- lirik lagu moses pelham - der anfang vom ende
- lirik lagu vicky gab - por aí
- lirik lagu meg smith - blasphemy!
- lirik lagu deathisme - venera
- lirik lagu zombie shaker box - hide away