lirik lagu rodoshi isfar fatemi - o priyo
Loading...
[verse 1]
তোমার চাওয়াতে, তোমার পাওয়াতে আমি তোমার
তোমার দু’চোখে, তোমার ঠোঁটে~গালে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়, তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়,তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
[verse 2]
কোনো এক হেমন্তে, সোনালি শহরে আমি তোমার
গা ভেজা বৃষ্টিতে, প্রখর রোদ্দুরে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়,তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়, তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
Lirik lagu lainnya:
- lirik lagu henry aberson - games
- lirik lagu the ninjas (band) - falling
- lirik lagu dj khaled, rick ross, brisco, ace hood & birdman - blood money
- lirik lagu samba-enredo - unidos de padre miguel 2025
- lirik lagu jayklickin & dd osama - once again
- lirik lagu life... but how to live it? - respond
- lirik lagu kyotonp - chain de/struction rev.2
- lirik lagu viento blaze - together
- lirik lagu juha vainio - on kaikki kiinni päästä
- lirik lagu flora tandi - karácsonyi mese