
lirik lagu riddhi bandyopadhyay - mor ghumo ghore
Loading...
মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম ।
মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম ।
শ্রাবন মেঘে নাচে নটবর
শ্রাবন মেঘে নাচে নাচে নাচে
শ্রাবন মেঘে নাচে নটবর
ঝমঝম রমঝম ছমঝম
মোর ঘুম ঘোরে এলে ঘুম ঘোরে
ঘুম ঘোরে এলে মনহর ।
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নিপসম নিরুপম মনরম
মোর ঘুম ঘোরে এলে মনহর ।
মোর ফুল বনে ছিল যত ফুল
মোর ফুল বনে ছিল যত ফুল
ধরি ডালি দিনু ঢালি
দেবতা মোর দেবতা মোর দেবতা মোর
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল
ছি ছি বে ভুল
নিলে তুলি খোঁপা খুলি কুসুম দোল
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম
মোর ঘুম ঘোরে এলে মনহর ।
Lirik lagu lainnya:
- lirik lagu room for zero - never be
- lirik lagu blue fur - cinderella
- lirik lagu jun curry - payphone
- lirik lagu afrodzaqm - csak fel
- lirik lagu phases - spark
- lirik lagu embassy 516 - embassy
- lirik lagu 7for4 - if only
- lirik lagu digla - scattered rain
- lirik lagu marilia mendonca - folgado
- lirik lagu sharay reed - saved