lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu riddhi bandyopadhyay - ke abar bajay banshi

Loading...

কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে
হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগল জোয়ার
কে তুমি আনিলে জল, ধরি মোর দুই নয়নে
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা
কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার সনে
হয় তুমি বাজাও বাঁশি, নয় আমায় লও হে আসি
ঘরেতে পরবাসি, থাকিতে আর পারিনে
কে আবার বাজায় বাঁশি, এ ভাঙ্গা কুঞ্জবনে।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...