lirik lagu rick & sharmi - purano sei diner kotha
Loading...
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
Lirik lagu lainnya:
- lirik lagu billy woods - the man who would be king
- lirik lagu iis famelia - yonggo kangen
- lirik lagu fiore - everything's changed
- lirik lagu chandra darusman - lagu cinta untuk marlina
- lirik lagu eminem - 12 days of diss-mas
- lirik lagu aoife o'donovan - are you there
- lirik lagu kerstin ott feat. helene fischer - regenbogenfarben
- lirik lagu k. michelle - birthday
- lirik lagu soraru - セーブフロムインベーダー
- lirik lagu lj - collide