lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu rhythmsta - chypher 3200

Loading...

[intro: rhythmsta]
ay, yo, goatzilla
bangladesh, bangla rap
৩২০০’র ফুয়াইন on the map
তর ভাই (হা হা)
তর ভাই সবটিরে এক ছাদোর নিচে লইয়া আইসে বে
bang, bang!

[verse 1: rhythmsta]
যখন সিলেট hip~hop বেফানা, আমরা বদলাইসি দিন
তুমরা লেখিয়া রাখো rhythmstay rule করবো সিলেট scene
এখন diss মারাওয়ানির ফুয়াঁইতে আইয়া rhythm রে করে judge
সবটি হুরুত্তা, ইতার কথা believe me লাগাই না আমি গাঁথ!
তোর ভাই fame এর চিন্তা করলে tiktok ও ফুরিন লইয়া নাচতো
তোর ভাই টেকার মায়াত ফরলে labelও signed artist থাকতো
ইটা fame ফয়সার ধার, দাঁড়ি rap করতে ভাল্লাগে
verse ঝাল লাগে, হুনতে মাল লাগে আর haters আমার বাল লাগে!
৩২০০ ফুরা গরম, সব যোদ্ধা এক ছাদোর নিচে
৩২০০ এর ফুয়ায় ফুইলা rap music bangladesh ও আনছে
rhythmsta মাহফিলো আশেকগণ আইয়ো pendle ও
rap jungle আমি tarzan, বাঘ ভাল্লুক ফানি খাওয়াই বেই এক ঘটো!
আইসি time travel ও rhythmsta, কিন্ত বাস্তবে আমি nico tesla
মায় কয়চইন, “ভরা কলসি, লড়ে কম এর ধায় গাইল হুনলেও মাতি না
সব সিলেটি ভাই ভাই হইলেও আবাদিনতে কয় ফগা
গুলামওর জাত হুনো তুমরার মুখো, আমরার বগা!
[verse 2: pds partho]
জাতে বাঙালি, মাতৃভাষা সিলেটি
ফুয়া মৌলভীবাজারী
কলা মিয়া ভাল লাগে না, eminem রে ভাল লাগে
কলা মিয়া wannabe, আর eminem তার বাপ লাগে
কালা ফাঠা জাকিরা shakira, এই
সংগীতের ফাকিরা মানে আত্মার প্রশান্তি
হিংস্র আমি মাদার~, মানে opps এর অশান্তি
rhyme, line, flow change মানে আমি বহুরূপী
মৌলভীবাজারী ফুরি নাই বেই, সবটি ইতা পরি
রূপবতী, গুণবতী, মায়াবতী, লজ্জাবতী
মৌলভীবাজারী ফুয়াইন মানে brain~এ খানদানী
১০০ মাইর করলেও ভিতরে থাকে unity
map এ gap দেখা লাগে, dose এ dose দেওয়া লাগে
zone wave টাকা লাগে, নিজে গান লেখা লাগে
ইতার কলম ও জোর নাই, করি গর্জনা খুঁজে
যদি fight জাগে মনে, shutter down করো আগে
যদি খাইবার মন চায়, আমার p~n~s নাও মুখে!

[verse 3: d joy]
আও সজনী, দেখো আইয়া কার হইলো আগমন
ফুরান পাপি, নতুন রূপে দিলো আবার আক্রমণ
জীবন আর মৃত্যুর মাঝে আসোইন যত জনগণ
এই verse একটা হুনা, পরে গাত উঠবো শিহরণ
d joy ৩২০০ ফুয়া রে ভাই
এলাকার সবে জানে আমি কিলা dose বানাই
blood হইলো bbc আর বুকো রাখি ৩২০০
ফুয়া শান্ত, শিষ্ঠ, তবে রাগলে বংশ ঐবো ধ্বংস
ঠিকানা মৌলভীবাজার, সীমানা ফুরা বাংলা
rule করি এলাকা, তোর লগে লইয়া কাফেলা
ঝামেলা বাড়াইস না, ফড়বে আইয়া বিপদো
ধরমু জেবলা ফারা মারি, লুকাইবে তুই কার কুলো?
কাঁধানি জন্মটাকি নয়, নাই বেই ফুটানি
ফরর কাণ্ডে বন্দুক তোইয়া, করে দেখাও গুণ্ডামী?
লাগে না বেই shelter, djoy big gamе ও hitler
তুমরা ফাউ শতো নেতার, আমি count করি pound dollar!
[verse 4: sniper]
দেখো 6 foot 3 inch~এর ফুয়া খাড়া বে mic ও
আমি mic লইসি হাতো, যা যা হর বেটা side লো
আইসি rap জগত রাজ করত, versе is like poison
আমার cash ভরা bank থাকে, বাফ~দাদা সব london
আনমু rap এর new version, আমি rap game এর lebron
আমি beat এর লগে খেলাই, i’m feel like mike tyson
দেখো sniper মাঠো নামি গেসে, get ready to fight
আমার ভাই এই কয়সে “no tension, তোর future bright”
লগে 3200’র ফুয়াইন, they are ready all~time
আমি verse ও আগুন লাগাই, লইলাও বেই side
লগে ফুয়াইন 3200’র, দেখবো ফুরা বিশ্ব
sniper on the mic মানে সব হালাইন নিঃস্ব
আমার ছন্দে rap এর গন্ধ ছড়ায় বাংলা rap এর কাণ্ডারি
আসে unity, loyalty নাই, ২ নাম্বারি কারবারি
লগে original gangstas, ইটাই সারাইদিবা piece করি
rap আমাদের দখলেই, চলবো আমাদের দাদাগিরি!

[verse 5: mahdin]
তার ছিড়া ফুয়াইন আইসইন, এবলা সারবা মাইকো বাড়ি
উট্টি বয়স থাকি, আমরা নিজের বাফর খাম খরি
কুনু জিনিস খোরাত লাগলে, আমরা খোরার বাদেই সারি
বেটা cypher লইয়া নামসিহ মাটো 3200’ত বাড়ি
দিসি না তো কুন্তা, বদলা ফাইসিহ বউট্টা
কিতা কিতি খইটা, ভাইসাব সামনে আইয়া খোক্কা
আগর কিচ্চা, বাদর কিচ্চা, সারমু rap~এর নতুন কিচ্চা
নিজেই নিজোর নাম বানাই, খাইনা বাফর নাম বেইচ্চা
হুরুতাকি আসলাম বালা, খরসিনাহ তো কুন্তা খালা
ফরা লেখা সাঙ্গো তুলিয়া, সিনিহ আমরা খালি টেখা
সবরে লইয়া চালাই, আমরা বাংলা rap~এর বড়ো মেলা
মাঠ বড়ো rapper ইন্নো, খেলইন তারা নিজের খেলা
16~lineওর verse দিয়া বুকো মারসিহ blast
লাগালাগি খোরাত আইলে জীবন বানাইদিবা cursed
আমরা বাংলা rap~এর মাস্টার, ইন্নো আমরাই তো first
হিকার অইলে জিকাও আইয়া, নাইলে list ও থাক্বায় last!
[verse 6: lunatix veer]
এনো হুরুতায় সাফাতি দিয়া সিফাত ও সালাইতো ফারে
মনোরঞ্জনের লাগি খুন দিয়া গুসল করে
আর তুমরার দাফর মাটে নিজের বেটা শরম করে
ভুলাইজাওনি নাটী, তুমি গোঁফ মারায় নানার ঘরে
তিন দুই double o, সাইরোবায় খবর লও
আমরাই supersonic, বাকী সব ফুরা slow
স্টুডিওতে বইয়া mic রে বিন বানাইয়া বাজাই
তোরে ধুম তানা ধুম তানা rap দি নাচাই
আবার সিলেট মানেই বাংলাদেশ
বাংলাদেশ মানেই সিলেট
এক কথায় কাফাইলাইসি, দেশ থাকি ফুরা বিলেৎ
lunatix veer আমি, আমার মাঝে ফুরা best
এলাকার ফইলা rapper নাম ভালাই লেখার
আমার মইনার বোইঞ্জি মুন্নি কিয়ানো
london থাইকা ধইরা কানো
সিটার বাতফার জায়গা ফাইনা, ওইটার
লাই তুই খাড়া line ও
মন্তর তন্তর ভালা জানো
মুখোর মিঠার জাদু ফারো
ওই বলে তুই বউত নাসাইসোস, এবলা দেখ তুই আমি সাঙ্গো

[verse 7: pepotrap]
বাংলা rap~এর scene ও, এনো বউত কিচ্চা চলে
আমরা scene কররাম দখল from 3200 বেই
বউতে চিনে না, জানে না, তাও তো খেলি আমরা mic ও বেই
3200 cypher মানে sylhet ফুরা দখল আই
বুঝে না, হুনে না যারা, লও এক side বে
rap বুঝতে কিলা, তোর মগজ ভরা sh~t বে
backdated madaf~cka, judge করোস আমারে
সময় থাকতে ডাখ দিলাম, আস্তে কুন্তা হিকবে বে
আও রে নবীন, দলে দলে, hiphop ওর ছাতি তলে
ছাতি ধরসি ভাইয়াইন তে, talent দেখাও beast mood এ
ঠ্যাং দেখায়, বউত গাইয়ে
ঠ্যাংও দরি টান, মারি তাল গাছে ঝুলাই দে
ফুন মারি ফুলাই দে, আই তোরে কুলায় দেই
দিনে সবরে হুটাই দেই, অশিক্ষিত গণ্ডমূর্খ
তুই কিতা বুঝাইতে, 3230 যা দেখ গিয়া আঠিয়া
উল্টাপাল্টা করলেও মামু, সিফাত যাইবায় হারাইয়া!

[verse 8: justin lekon]
সালাম~আদাব, সবার তরে, কিতা খবর ভালা নি
lekon এখন mic আইসে, এবলা কিতা চিনসো না?
trending ও যার নাম, rap গাই, ধিমধাম
3200 cypher ও beat এ, ভুলবো বাফর নাম
আমার lyric আগুন, ফুরায় আগুন
জেটা গাইমু, ওটাই দ্বিগুণ
beat এর মাঝে, আঁকলা কাফি, ফুন্দে দিয়া বোরমু বেগুন
আমার ভাই rhythm এ কয়সে, lekon হইয়া এখন ready বে
3200 এর cypher এ unity দেখাই দে
যা দেইখা দেখা, বড় ভাইরে, lekon এগু কেটা
চোখটা মেলিয়া দেখ, cypher এ আছে কেটা কেটা
ধরলে ধরো, মারলে মারো, এগু টুকাই তারে ছাড়ো বে
তার বড় ভাই, যেগু lead দেয়, তারে আমার সামনে আনো বেই
আই লাগে না, লাগে না, চোখে তে বসে না
f~ck man, তুমি কে?
mic আইয়া চাপা মারে সিলেটি rap এর গুরু হে
হুনো 3200 এর ফুয়াইন তে এটা গুরু চুরু মানে না
সময় মতো জন্ম নিলে কাঁপাইলাম নে দুনিয়া

[verse 9: shrabon]
এখানে verse না রে জয়ধ্বনি, শুনলে মাথা ফুরা তাল
shrabon নামে mic ও, বেটা ভিতর ছুটে ফিতির খাল
কুলাউড়ার ফুয়াইন, মুখোর মতর, বুলি লাগার ঝাল
3200 এর cypher মানে বাংলা rap এর ritual
pain দিয়া gain করি, game ও দেই দাওয়াত
তোর top list ও best নামে, beast হইয়া বওয়াত
জাতর ইতর বলে, গিতর নামে scene আইসে নে উয়াত
আমরা রক্ত দিয়া কাগজ, বিজয়ী গান আইসি গাওয়াত
আমরা ঘাঁটি লইসি, লাঠি ছাড়ো
গুনগুনাইস, তোর বেটির ধারো
ঘরো ফাউ না, দুই টেকার দাম
গোঁফ থুরা কমাইয়া ছাড়ো
যত মারি ধরসি ঘরো
কিয়র দর আর কিয়র risk?
গলার আওয়াজ speaker ফাটায়
you can call me decda6
বেটা মাথার মাঝে আকহোল আন
শুনলে মনোর শুদ্ধি হইবো
বাবন ফুয়ার গলার গান
shrabon যদি গানো থাকে
ভালা করি টানাইস কান
১৬ লাইনের কম পড়ি যায়
বাদে হুনিস, বাদর খান!

[verse 10: rapper selim]
society’র সবটা লইয়া আমার গবেষণা
আমার কাম অইলো অসুর হক্কলের rap গানে মুখোশ খোলা
যেবায় যায়, ওবায় দেখি নেতা কেটা একটু বেশি
poster লাগাইয়া তাইন নেতা সাজাইয়া যে খুশি
কামর সময় কাম নাই, আর দুর্নীতির শেষ নাই
কুনায় কানায় চিপায় চাপায় বাদ কাম করে সবাই
তেলওয়ালা শরীর তেল দিয়া গাড়ি লাইন
দিন পাইয়া দুনিয়াভুলি মুনাফিকি করিলাইন
ভালো বুরা দুইবাই, তাক সময় মতো ত্বকী পিন্ডে
সুযোগ বুঝি পল্টি মারে, নিজের ফায়দায় সবটা করে
dustbin’এ ময়লা থাকে, বেকাতা গন্ধ করে
তার তাকি বেশি ময়লা, তারার অন্তরে থাকে
হারাম টেকা bank ভরা, দেখাইন কত বড়াই
মানুষে দেয় ছিঃ ছিঃ, তারা পয়সাওয়ালা টুকাই
হক কথা, গোল মরিচদি, rapper selim কাবাইসি
পিছের মাত্রে মাত্তে, তাক হিজড়া দিলাম উপাধি!

[verse 11: batija akash]
bangla hip~hop রে সালাম জানাইসি কাগজে কলমে
sylhety rap থাকবো বুকর মাঝে, ফালমু যতনে
এখন হিয়াল হেঙ্গল কুত্তা~বিড়াল সবটাই অইসইন rapper
আমি threat bred ভালা, ফাই না করলে direct murder
তোর shooter চাপাতি রামদা pistol তোর গেইসই রাখ
১০০ gunda panda হন্ডা লাগে না, বুঝি না কে কার বাফ
নিজের ভালা তো ফাগলেই বুঝে, বুঝিস না কাল সাপ
ফাও ধরিয়া ফরিয়া মরিয়া কান্দিয়া ফাইটে নাই কোনো মাফ
jila beat রে করিয়া murder, আমি mic লইসি হাতে
আমি real life ওর wanted k!ller খবর কইয়া দেখ
বাফর জন্ম অইলে কিতা, মাথায় সামনে আইয়া মাথা
আমার brainout এ বরবো, তোরে সারে ৩ হাত গাতো
তুমরার নাই কোনো level, ধরিয়া আসো বেটাইন ঠ্যাং ও
অভিভাবক পাতিনেতার বাপে দিসে জন্ম
কিগুর ফুয়াই কিতা করতেই, ৩২০০ত আছি খাড়া
তুমরা সত্যির লাগি কাফি only akash ওর ইশারা!

[verse 12: little bt]
mic লৈসি হাতে, এখন beat রে আমি নাসাইমু
little bt নাম, আমার এক নামে সিনাইমু
কাঁপাইমু দেখো, আইসি নতুন কালাকার
আমি one man army, like a rising star
bd hip~hop এর মাঝে, আমি ফোটাম রাখসি ফারা
moulvibazari cypher দিয়া শুরু করলাম যাত্রা
verse মারমু উড়া~ধুরা, দর্শক অইবো দিশেহারা
beat এর তালে নাচবো তারা, জমাইলাইমু আসর ফুরা
ভাই brother আসইন লগে, all are my backbone
nonstop verse অইবো, নাই কোনো tension
৩২০০ এর ফুয়াইন, ইতা ধরা সুয়ার বাইরে
ময়না কভার বেইল নাই, এনো দূরই গিয়া মর বহ
track বানাইমু ঘোরো বইয়া, ফেলটাই লাইমু scene
bd hip~hop এর রাজত্বত, আমরা always king
যোদ্ধা সব এক্কানও চলবো, আজ তুলকালাম
আমরা ছাড়া ভাঙবো বেটাইন বাংলা rap এর দালান!

[verse 13: fbinz]
ছয় দুই গুনা ১২ আর ৪ গুটি এক
কলম দিয়া গোয়া মারাত আইসে বেটা দেখ
দোসর বুজা একর লাঠি, full pack mb
uzi দিয়া শব্দগুল্লি headshot zombie!
কাল বৈশাখী বয়ান, জেব্লা~উব্লা~সুব্লা circle ও
vasectomy rapper এর carrier বেই casino
besino চুবাইয়া চুবাইয়া হিকাইডিমু কবিতা
iv route এ morphine দিলেই টিলে টিলে euthanasia!
হাসা~কথা মাট্টে গেলে লাগে কোনো pumper
foundation ওলা heavy, নামর ফিসে তলোয়ার
পেশাদার না, part~time আমি underrated mine
ঠ্যাংওর নিচে শিকল বন্দী, male টানবো ওলা rhyme!
কলিযুগের একলব্য, ৭ বছরের সাধনা
মাটি ঠাইকা ফাইট্টা আইসে দমে দমে লাঞ্ছনা
লেঙ্গুর দড়ি সিড়ি বাইয়া, উটসে না রে hilltop ও
স্বাধীনচেতা rapper আমি, use অইসি না margin ও

[verse 14: shihab zaman]
কে রে নাচে, খরে নাচে, নাচে সোনার চান
লুঙ্গি খুলি নিচে পড়ছে, নাই হুঁশ টান
আইও ভাইসাব, bow ভাইসাব, মাথায় দালো ফানি
হুঁশ গিয়ান না থাকলে, লাগা ফেদানি
চাটক টোনে আইছলা লালি, যাইতা বদলপুর
সিলেট আইয়া জিকা করে জৈন্তা টা কত দূর?
ও বা ভাইসাব শুনছো নি, কিতা কৈলাম বুঝছো নি?
কুত্তার কোনো খাম নাই, দৌড় ছাড়া তার আটা নাই
পিঞ্জর মেঘের, আঁজা~আঁজি, ছেঁড়াপুঞ্জির ফারো
কালা মেয়েরা ফালদি পড়ে ধলা মেয়েরার ঘরো
আক্কলে~বেক্কলে মারা~মারি, বুরা করো কম বুঝদারি
খেউ ঝুগি, খেউ ভুগি, খেউ পাগল, খেউ রোগী
অইবো ফুঁট ডাকবো বাফ তে, যাইবো মনোর তাফ
নিজের মান নিজে রাখে, খাতা কান চুল দি ডাকে
এই খাতা কান চুল দি ডাকে!

[verse 15: war king]
ready আমার cartel
pablo esko bar marshall
সামনে war আইলে handle
করতে পারবে না বেই mental
scene দেখো band অইগেসেহ, like boomerang angel
i’m feeling all the lyrical ability
criminal game ও বেনামী
sylhet made proficy
profit করি না probably
chemical verse mercury, comically আমার iq fit
lyrically তুই বাল ফেলাস, habit আমার তোর খাল তুলার
যা, তাল তুলত গিয়া মাল, গলা বাঁশি মাতিস না দূর হালা
lyrically কর জামেলা
তুই বুঝবি বেই কামলা, কে মামলা, কে সামলা
আর আমরা বেই gambler of rap scene ও
নাম চেনো, কাম চেনো, পড়া আইয়া বাল ছিঁড়ো
৩২০০ থাইক্কা মারি, তুমি খালি লাশ গণো
mfr you know আমরা ফুরা zone ও
আইই জদি form ও তে
বরমু তোর মতো কতো
কর্মর ফল কইরা আইসে জন্ম বে
mb আমার গর্ব বে

[outro: rhythmsta]
জ্বালা, অন্তর জ্বালা
৩২০০ মানেই তো জ্বালাফালা
signing out
১৫’র গু shot সামাল দে
she has made us stronger
ধুৎ!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...