lirik lagu recall - ashokto
Loading...
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশ আমার শিরায়,
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে।
আমি শিহরণে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূর এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো তোমার কাছে হেরে যায়।
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়,
সেখানে করো স্বপ্নে বিভোর,
নিরব আমার এই প্রার্থনা আমায় পাওয়ার।
আমাকে ডুবিয়ে যাও তোমার আসক্তিতে।
Lirik lagu lainnya:
- lirik lagu infiniite - level of mine freestyle by infinite
- lirik lagu wing - hells bells
- lirik lagu john lennon - life begins at 40
- lirik lagu ad - make it or break it
- lirik lagu bread - he's a good lad
- lirik lagu enemy inside - dark skies
- lirik lagu jodye watts - unpopular opinions (to each his own)
- lirik lagu cooltiva - ají de lengua
- lirik lagu talco - la cretina commedia
- lirik lagu the gathering - heartbeat amplifier