lirik lagu rahul majumdar - ki jadu korle sundori
দেখে যে তোমাকে এক ঝলক
থেমে গেছে জীবনের ঘড়ি
পড়ছে না দু’চোখের পলক
কী জাদু করলে, সুন্দরী
দেখে যে তোমাকে এক ঝলক
থেমে গেছে জীবনের ঘড়ি
পড়ছে না দু’চোখের পলক
কী জাদু করলে, সুন্দরী
গোবেচারা মন হারালো কখন
ভুলে সে নিজের ঠিকানা
একা বোকা দিন হলো যে রঙিন
ইচ্ছেরা মেললো ডানা
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
আঁকিবুঁকি আঁকে মন
মানে খোঁজে এ জীবন
স্বপ্নেরা জাল বোনে যায়
বুক জুড়ে তোলপাড়
এ কী যে হলো আমার
কী করে যে তোমাকে বোঝাই
তোমাকেই ভাবি যে
হয়ে গেছি কবি যে
অন্তেরা খোঁজে শুধু মিল
রুপকথা লাগে সব
যেন এক অসম্ভব
কল্পনা রঙে ঝিলমিল
গোবেচারা মন হারালো কখন
ভুলে সে নিজের ঠিকানা
একা বোকা দিন হলো যে রঙিন
ইচ্ছেরা মেললো ডানা
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
খুঁজি খড়কুটো, বাঁচবার ছুতো
আমি তোমার দু’চোখে বানভাসি
পরিচয় নিজের হারিয়েছি নিজেই
শুধু বলতে তোমাকে ভালোবাসি
Lirik lagu lainnya:
- lirik lagu tessy lou williams - midnight arms
- lirik lagu black smurf - starship-h
- lirik lagu steeleye span - babylon
- lirik lagu dylan brady - give me back my phone
- lirik lagu cooli - shooting stars
- lirik lagu ybg acy - todos apontam para mim
- lirik lagu kumaar - tehas nehas
- lirik lagu the queers - my old man's a fatso
- lirik lagu mark francis - portals
- lirik lagu leoarr - loving you was like death