lirik lagu rahul majumdar - du'chokhe tor (reprise)
Loading...
ছুটে চলা সময়টা স্তব্ধ হোক
সম্মোহনের ভাষায় ডাকে আমায় তোর দু’চোখ
মন কেমনেরা বাড়ায় শুধু ভীড়
হৃদয়ের অলিগলি পথে একা হাঁটি মুসাফির
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
কথা নেই, তবু আসবি তুই বোধ হয়
বিমূর্ত যত ভালো লাগা সাজাই তারায় তারায়
চরাচর জুড়ে ছড়ায় কি আবেশ
প্রতিবারে হৃদস্পন্দনে আমি হচ্ছি নিরুদ্দেশ
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
Lirik lagu lainnya:
- lirik lagu azaric - hollywood movie
- lirik lagu conor maynard - talking about (architechs remix)
- lirik lagu ayub bachchu - ghumonto shohore
- lirik lagu haru (demon killer) - flames from hell
- lirik lagu dennis gess - benjamin decks
- lirik lagu hollow front - falling apart
- lirik lagu zülfiyyə xanbabayeva - bağışla
- lirik lagu the kites (ita) - ti chiedo
- lirik lagu digão ogk - lembrados
- lirik lagu stevie nicks - if anyone falls (live)