lirik lagu rabbi khan - oviman [remix]
Loading...
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি
কখনো যদি আনমন চেয়ে আকাশের পানে
আমাকে খুজো
কখনো যদি হঠাৎ এসে জরিয়ে ধরে
বলো ভালোবাসো
আমি প্রতিরাত হ্যা প্রতিক্ষণ
খুব অজানায় খুব অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে অযাতন
তুমি বোঝনি কেন আমাকে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি
Lirik lagu lainnya:
- lirik lagu maren markos - you exotic
- lirik lagu koschey - don't follow me
- lirik lagu liz huett - there goes my heart
- lirik lagu max winds - this morning
- lirik lagu zacke - midvintermörker
- lirik lagu aslag haugen - bestevenn
- lirik lagu madden lehnert - all over again (skit)
- lirik lagu techan - my eyes
- lirik lagu inmi - caeelmic
- lirik lagu harbinger (nga) - smile on my face