lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu raafky - local scene

Loading...

[intro]
uhh, rep করি local
rep করি local scene

[chorus]
c~city করি rep, rep করি local scene
এইখানে life bt, একতা নাই, jealous scene
কেউ সাজে বাপ~দাদা, কাজের নাই ঠিকানা
ctg map এ rap এর real face, rough মামা

[verse : 1]
vision এত high, sky is the limit
এইসব বালছাল rapper আজও ব্যাস্ত করতে mimick
এদের গান করতে দরকার হয় তিন time এর পিনিক
আমি sober থেকেই heat উঠাই, consistency প্রেমিক
আজকাল off থাকে mood তাই, offline এ phone ভাই
50~ tracks independent, এদের dream ভাই
নাই বাপ~দাদা, নাই scene এ চাচা~মামা
solo on the রয়াদ, one way এই সফর বেডা
আরাম করিস কবরে, চরিত্র তোর নজরে
heart ছিলো hurt, তখন হাত গেলো কলমে
দিন করে bore আমায়, ঘুমাই তাই ভোরবেলাই
মা বলে সুন্নাত পড়, ফরজ ও ছুটে যাই
সবই দোষ নিজের, নিজের জন্যেই লাঞ্চিত
over thoughts সুখ মারলো, বিদায় দিলো শান্তিও
life এর যত lession street আমায় শিখায় গেলো
time ছিলো tough, তবে সেইটাও ঠিক কেটেই গেলো
[chorus]
c~city করি rep, rep করি local scene
এইখানে life bt একতা নাই, jealous scene
কেউ সাজে বাপ~দাদা, কাজের নাই ঠিকানা
ctg map এ rap এর real face, rough মামা

[verse : 2]
i don’t f~ck with number, don’t judge with my views
যখন spit করি মাইকে, এদের মাথার নড়ে fuse
confuse এরা, কেমনে বানাই এতগুলো tracks
আমার real life এর sleep মানে, কিছু power naps
ছিলো career এ gap, শুরু mobile phone এর app দিয়ে record
আর release দিতাম soundcloud এ
আজ change করলাম studio তে bedroom কে
আমার best friend কে, কে ছিলো খারাপ সময়ে
এরা ভাই সেজে ছুরি চালাই পিঠের উপরে
নিবে support খুঁজে, দেওয়ার বেলাই offline এ
তাই চু~দি না connection, industry বন্ধু না
অস্ত্র আমার কলম, আমার হাতে কোনো বন্দুক না
জীবন থেকে শিখি, আমি পড়ি বইয়ের পৃষ্ঠা না
৮ নাম্বার ওয়ার্ড, চলে তামাশা bro একটানা
মাথায় রেখে খাবে লবন, বরই তোমরা বুঝবানা
চাটাচাটির ফলে, উপরে কখনো তোমরা উঠবানা

[chorus]
c~city করি rep, rep করি local scene
এইখানে life bt একতা নাই, jealous scene
কেউ সাজে বাপ~দাদা, কাজের নাই ঠিকানা
ctg map এ rap এর real face, rough মামা


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...