lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu raafky - jomana kharap

Loading...

[chorus : raafky]
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ

[verse 1 : raafky]
জমানা খারাপ, এই দুনিয়া আজাব
ক্ষমতার প্রভাব না আজ কলম দেই জবাব
royalty 100 ভাই সাথে mash
wannabe rapper দের lyrical smash
নামাই রাখ চোখ হয়ে যাবি গায়েব
rap game এর শায়েখ, লাশ ফেলি কয়েক
১০ বছর rap scene এ লাগা vaccine
rough death illest flu, flow toxin
rep করি c city, বেডা real life beef মানে মেজবান
হাত থাইকতে মুখে কি, opps নারে ধরি ইতের ঠ্যাং ভাঙ
প্রমাণ দিবে পাড়া গলি মহল্লা, কে নিলো বাংলা র‍্যাপের দখলটা
বেডা leagcy কী, মরার পরেও অমর থাকবে নাম ছাড়াও কবরটা
কান ভরে অনেকেই, শুনিনাই কোনোটা, বদলায় নাই ধরণটা
rough side এর নিয়ম টা, বেইমানের রেহাই নাই, নিশ্চিত তার মরণ টা
slim আমি shady, কলম চলে daily
শোনে তোর lady, fan আমার crazy
you think you know, b~tch আরেকবার ভাব

[chorus : raafky]
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ
[verse 2 : royal mash]
তুই পালাবি কই ক কোন কোনায় হারাইলে পথ আয় পথ চিনাই
ভাই যদি বলি বুক মিলাই কামে কাজে তার proof দেখাই
that’s the fact you can’t deny পাংগা নিলে তোর শান্তি নাই
যত চিল্লাই কস শান্তি চাই বাড়ে খালি বিভ্রান্তি তাই
better for you don’t try me day by day i’m shinning
টাকা রুপি পাউন্ড জায়গা জমিন you name it fam i own it
better for you don’t try me day by day i’m shinning
টাকা রুপি পাউন্ড জায়গা জমিন you name it fam i own it
school থেকে বেশি আমি street থেকে শিখছি
তাই sk!ll দিয়া bar এ bar এ straight কইরা ভরছি
brain খাটাই পদে পদে সৎ ভাবে চলছি
যা খুশি করসি তাতে বল তোর কি
তারা আজে বাজে কাজে busy করে খালি flex
তোর income থেকে বেশি pay করি tax
raafky আর mash মানে local scene এর best
জায়গায় জায়গায় বাজে uk to bangladesh

[chorus : raafky]
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ
জমানা খারাপ, হয়ে যাবি গায়েব তুই উঠাইলে চোখ
এই দুনিয়া আজাব, তুই ছুরি নিয়ে আসলে আমি নামাবো তোপ


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...