lirik lagu raafky - biogas
[intro]
খেলতে পাড়লে ভাইয়া গল্লিও playground
[verse ~ 1 : raafky]
সব কিছু সুন্দর দেখতে জানলে
কয়লাতে স্বর্ণ হয় খুঁজতে জানলে
বদ্দা গল্লিও playground খেলতে জানলে
ওডা স্বপ্নও বাস্তব হয় দেখতে জানলে
আরাম কে হারাম, অলস সফলতার বেরাম
hole এর পিছে goal হারায়, জীবন একটা কেরাম
খালি পেটে বসে থাকলে তোরে দিবে না কেউ ভাত
তা তো পরে সর্বপ্রথম তোরে দিবে না হাত
বন্ধু হাত জোর কর শুধু রবের কাছে
এই মাথা নত হবে শুধু রবের আগে
যদি পয়সা না থাকে তবে পুরুষ কেমনে
চেষ্টাতে বিন্দুও সাগর হবে
বন্ধু চলার পথে কুত্তা গুলো কাটা বিছাবে
তোর beast mode আন, তোর লড়তে হবে
যদি চলা চলার পথে কভু self doubt এসে পড়ে
তবে মনে রাখবি জিতলে এই জগৎ কদমে হবে
[chorus]
সবকিছু সুন্দর দেখতে জানলে
গল্লিও playground খেলতে জানলে
বোত মানুষ গুত্তুনও গ্যাস বানাই রান্দের
চাইলিয়েও তুরাত্তুনও বেশ বানাইত ফারে
সবকিছু সুন্দর দেখতে জানলে
গল্লিও playground খেলতে জানলে
বোত মানুষ গুত্তুনও গ্যাস বানাই রান্দের
চাইলিয়েও তুরাত্তুনও বেশ বানাইত ফারে
[verse ~ 2 : salah uddin]
ফথর মইধ্যি কেডা নাকি কেডার মইধ্যি ফথ?
অধ্যক কেডা নকল, দেখার বেকার মস্তিস্ক
কামত যগই সরে সরে কেথা গরি fold
কাম ছাড়া আছে নাকি বেডার অস্তিত্ব
বেযার অইলি ক তো ঘরত আই যাইবু খানা নাকি
বেডনত থাকিলি তুর থাই যাইবু ভাড়া বাকি
গাতাত ফরি কান্দিলি কি যন যাইবু গাতার বাদ্দি
কেউ যদি driver ন অয় গাড়ি থাইবু যাগাত আটকি
মাথাত রাখিস ইবে sad truth ন greater purpose
loki’র যেন গরি লন ফইজ্জিল একালা throne
“যদি পেতাম আমি সুখের দিকের eternal pose”
এটাই সকলের থাকে prayer আর hope
দেখার পার্থক্যই হলো মূলত সুখ
জীবনের স্বরূপ বড় ঝুলন্ত b00bs
স্থীর থাকেনা বলেই মুগ্ধ করে
স্থীর হলে থাকতো কি কৌতুহলের?
[chorus]
সবকিছু সুন্দর দেখতে জানলে
গল্লিও playground খেলতে জানলে
বোত মানুষ গুত্তুনও গ্যাস বানাই রান্দের
চাইলিয়েও তুরাত্তুনও বেশ বানাইত ফারে
সবকিছু সুন্দর দেখতে জানলে
গল্লিও playground খেলতে জানলে
বোত মানুষ গুত্তুনও গ্যাস বানাই রান্দের
চাইলিয়েও তুরাত্তুনও বেশ বানাইত ফারে
[outro]
aye
rep করি local scene
aye
rep করি local scene
Lirik lagu lainnya:
- lirik lagu rockin' squat - le rêve
- lirik lagu emily burns - let it be you
- lirik lagu alessandro scarlatti - iste confessor
- lirik lagu rauw alejandro - baja pa' acá
- lirik lagu candy flip boy - true religion
- lirik lagu szvy - 12 days of frogmas
- lirik lagu 208mass - mondeouvert
- lirik lagu werypeas - chip
- lirik lagu billyshadz - king for everything
- lirik lagu godzillasexbike - love me so