lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu qzzy slatt - madok mamla

Loading...

[intro: news report]
tape মোড়ানো packet
তার ভিতরে রাখা সাদা ও নীল রঙের poly bag~এ yaba
যার কোনোটি তে দুইশ আবার কোনোটি তে পাঁচ শতাধিক কিংবা হাজার

[verse 1: qzzy slatt]
puff এর পরে hit, slatty like a boom
phone~এ মাইরা হুমকি পরের দিন তুই গুম
তোগো মগজ ক্ষয়, আমরা মারি ছয়
বাপের জুতা পিনতে চাস যেই বাপ খাওয়ায় তরে নুন
hoody’র চিপায় আমার glock, opps এর দেইখা বিচি lock
এলাকা তো ভায়া shock, ভাই~ব্রাদার পুরাই rock
তুই বাজি ধইরা ঠক, আমি সুলুম দিয়া top
শালার মাটি কাঁপে যখন homies নিয়া করি pot

[chorus: qzzy slatt]
don~এর বেশে টাকার দেশে
ওরা মজা নিক, ওদের কথা উড়াই হেসে
homies কারাগারে মাদক মামলায় গেসে ফেঁসে
উদ্ধারকৃত মাদক পুলিশ মামা করলো খেয়ে শেষ
শুকনা মালের চালান দিস
syndicate~এ বইসা মাথা থাবরাই হতাশায়
young সমাজের পিনিক বাড়াস খামাখায়
বাবা~গুটি খাইয়া chill আবার লাগে sleeping pill
মাগীর দেইখা high hills ভরলাম party করায় bill
ব্যবসায় লাল বাত্তি তোগো, ভয়ে হয়া গেসোস নীল
score এ পোটলা বেচতে গিয়া fitting খায়া হাতিরঝিল
shawty র crop top পরা দেইখা আইসা পড়সে rizz
চোখ টিপি মারা দেইখা আমি খায়া গেলাম খিস্
ছয়টা peg মারার পরে বন্ধু yaba রে কয় ডাইল
আমি যতই peg মারি ততই করি freestyle
[verse 2: raiyan]
এডি বিদেশ থিকা মারে threat সামনে আসে না
তোগো ধমক আমার গায়ের ধুলাতেও লাগে না
আমারে না ধরলে তোর মাথা হইতো আলাদা
একই মরা বাড়িতে জানাজা হইতো দুইটা
এডি video তে দেখায় lean, off~এ খায় frutika
ভাবোস তরা villan তরা ছবির নাইকা শাবানা
যারে কইলি বালছাল, ওর বালছালই hit
এনে lolipop, মুকু off থাক, আর কাঁদে না
ট্যাকা নিয়া বাসায় আসো সময় হইলো রজনী
বইসা সবাই নেয় sip রাখা আছে মাল~পানি
ধোঁয়ায় সব ধোঁয়াশা feel like j~pani
slatty বানায় আরেক shot মিশায় নায় পানি
ভাই, homie জেলখানায়, মাদক মামলায়
চিন্তা নাই, পরের দিন বাইরে ব্যবসা সামলায়
আমার শত্রু নাই, কারো কোনো হিসাব বাকি নাই
আমার হাত ধোয়া শেষ, কোনো হিসাব রাখি নাই (yeah)

[chorus: qzzy slatt]
don~এর বেশে টাকার দেশে
ওরা মজা নিক, ওদের কথা উড়াই হেসে (skrrt)
homies কারাগারে মাদক মামলায় গেসে ফেঁসে
উদ্ধারকৃত মাদক পুলিশ মামা করলো খেয়ে শেষ
don~এর বেশে টাকার দেশে
ওরা মজা নিক, ওদের কথা উড়াই হেসে
homies কারাগারে মাদক মামলায় গেসে ফেঁসে
উদ্ধারকৃত মাদক পুলিশ মামা করলো খেয়ে শেষ
শুকনা মালের চালান দিস
syndicate~এ বইসা মাথা থাবরাই হতাশায়
young সমাজের পিনিক বাড়াস খামাখায়
বাবা~গুটি খাইয়া chill আবার লাগে sleeping pill
মাগীর দেইখা high hills ভরলাম party করায় bill
ব্যবসায় লাল বাত্তি তোগো, ভয়ে হয়া গেসোস নীল
score এ পোটলা বেচতে গিয়া fitting খায়া হাতিরঝিল
বাবা~গুটি খাইয়া chill আবার লাগে sleeping pill
মাগীর দেইখা high hills ভরলাম party করায় bill
ব্যবসায় লাল বাত্তি তোগো, ভয়ে হয়া গেসোস নীল
score এ পোটলা বেচতে গিয়া fitting খায়া হাতিরঝিল


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...