lirik lagu qzzy slatt - fushfush
[intro: arup ratan chowdhury, qzzy slatt]
cigarette থেকে শুরু শেষকালে heroine
মাঝখানে মাদকের, মাদকের~
kl3, kl3, huh, huh, huh
huh, huh, huh
[chorus: qzzy slatt]
সারাদিন গাঞ্জা খাইতে খাইতে cigarette টানি (homixide, homixide, homixide )
তাইতো damage আমার ফুসফুস (huh, huh, huh)
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (huh, huh, huh)
damage হয়ে গেলো আমার ফুসফুস
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (bih, bih, bih, whoa, yeah)
[vesre 1: qzzy slatt]
আমি কাশি দিলে আসে রক্ত
সোনামণিরাও আমার ভক্ত
আমার হৃদয় হয়ে গেছে শক্ত
আমার gang হলো পাকাপোক্ত (kl3)
আমি room~এ রাখি syrup~এর বোতল
মা ভাবে আমার লাগসে ঠাণ্ডা
তারপর রাত্রিবেলা সবাই ঘুমিয়ে গেলে
আমি syrup~এর সাথে খাই fanta
brush না করে আমার sidechick আমায় kiss দিলো মুখে গন্ধ
আমার সাথে বাড়াবাড়ি করতে এলে দুয়ার ফুটা করি বন্ধ
সে আমার পায়ে ধরে বলে loyal কিন্ত dm~এ থাকে পরপুরুষ
[chorus: qzzy slatt]
সারাদিন গাঞ্জা খাইতে খাইতে cigarette টানি (homixide, homixide, homixide )
তাইতো damage আমার ফুসফুস (huh, huh, huh)
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (huh, huh, huh)
damage হয়ে গেলো আমার ফুসফুস
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (bih, bih, bih, whoa, yeah)
[post~chorus: alv33]
whoa, whoa, hmm, hmm
whoa, whoa, hmm, hmm
whoa, whoa, hmm, hmm (slatt)
yeah, yeah
[verse 2: alv33]
পিছন থেকে দিলাম shot
তোমার মেয়ে তো বলে, “আরো জোরে push, push”
canada তে আছে gang
এখন আমি টানি canadian kush, kush
বন্ধু ভরায় আমার pant
দুইদিন পর নিয়ে আসে মেয়ের group, group
১৬ বছর আমি [?] খায়া চুল হাতাই আমি tom cruise
আমি তো osama, আমি তো don
ছেলেরা করে সব gym
একদিনে deal করি ২০০ টা কাজ
আমার জিন্দেগী নাকি এ dream
দিনশেষে ধনী আমি ক্লান্ত হয়ে থাকি
আর আমার মেয়ে বানায় দেয় lean
show তে হয় moshpit
ভালো আর খারাপ নাই
সাদা আর কালো আমার team
মুগুরে গড় লাগছে বিছানায় তাকায়
আমি তো ঐখানের prince
আমারটা দাঁড়ায় থাকে
সে জাপানিজ মেয়ে
আমায় দেখে সে দেয় জোরে scream
shelter থাকাতে ময়দানে case খাওয়ার পরে
আমরা ভেঙে দেই mobile~এর sim
সাথে আছে গুণ্ডাদের দল তাই হাসি না
তাও fan গুলা বানায় দেয় meme
যা করি সব নগদ, নগদ
ভাঙি হাড় করলে নকল, নকল
জানতাম এই ছেলেদের চাকর [?]
emo thug পেলেই শরীরে জখম
hit করে মেয়েগুলা [?]
ভাবিও না আমি নরম, নরম
gang hard সব গরম, গরম
কাজ করি সব আমরা চরম, চরম
এই গ্রুপে যায় আমার চরণ, চরণ
তাকালে হবে তোমার রক্ত গরম
ciggarette, বিড়ি, গাঁঞ্জা এখনো টানি
যে করতে পারি আমি মৃত্যুবরণ
[chorus: qzzy slatt]
সারাদিন গাঞ্জা খাইতে খাইতে cigarette টানি (homixide, homixide, homixide )
তাইতো damage আমার ফুসফুস (huh, huh, huh)
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (huh, huh, huh)
damage হয়ে গেলো আমার ফুসফুস
ফুসফুস, ফুসফুস, ফুসফুস (bih, bih, bih, whoa, yeah)
yeah, slatt
Lirik lagu lainnya:
- lirik lagu shoegaze (uk) - maryanne
- lirik lagu holy smokes - bad circulation
- lirik lagu gravethorn - within the berserker
- lirik lagu andrej agas - plate of love
- lirik lagu direcția 5 - minţi simple
- lirik lagu ynkeumalice - boho rapsody
- lirik lagu katri helena - poikien kuvat
- lirik lagu 888rks - bayonetta
- lirik lagu wipo - стильный подонок (stylish scumbag)
- lirik lagu akasia sandler - fly