
lirik lagu purba dam - pantha tumi, panthajoner sokha he
প্রিল্যুড
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
ইন্টারল্যুড
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে,
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে
ইন্টারল্যুড
পান্থ তুমি, পান্থজনের সখা হে
পথিক-চিত্তে তোমার তরী বাওয়া
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
তার চাওয়া যে তোমার পানে চাওয়া
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে
যাওয়া সে যে তোমার পানে যাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া
পান্থ তুমি, পান্থজনের সখা হে
Lirik lagu lainnya:
- lirik lagu vic mensa - vic mensa freestyles on flex | #freestyle071
- lirik lagu the other favorites - angelina
- lirik lagu konstantina feat. vasilis karras - live
- lirik lagu scott wesley brown - keep the son in your eyes
- lirik lagu shane eagle - winter
- lirik lagu anonymous feat. michele canavesio - narratore vi
- lirik lagu rakim - shades of black
- lirik lagu jake bugg - burn alone
- lirik lagu edd mart - คนแก้เหงา
- lirik lagu ricardo arjona - el que olvida