lirik lagu prometheus - jogonnather adda
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যাস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে, আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আই
ফিরে চল আবার আড্ডায়।
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
জগন্নাথের সোনা ঝরা বিকেল
মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে।
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়,
ছেড়ে দিতে ইচ্ছে করে, সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়।
জীবনের পিছুটান করেছে ব্যাবধান
তাতে কি বন্ধু আবার গাইব গান
জীবনের পিছুটান করেছে ব্যবধান
তাতে কি বন্ধু, আবার গাইব গান
নীল আকাশের নিচে চায়ের কাপে
আবার জমবে মেলা জগন্নাথে
বন্ধু তরা কই আই ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা
ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায়
বন্ধু তরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা কই আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়
বন্ধু তুরা আয় ফিরে আয়
ফিরে চল আবার আড্ডায়।
Lirik lagu lainnya:
- lirik lagu wizkid - dutty whyne (feat. banky w)
- lirik lagu kyle paas - beautiful surprise
- lirik lagu blackbear - make daddy proud
- lirik lagu the string cheese incident - desert dawn
- lirik lagu momoiro clover z - momoclo taiko dodon ga setsu
- lirik lagu grupo sertão - adiós por teléfono
- lirik lagu lord betou - mi primer princesa
- lirik lagu pr. k. s. wilson - annathi sneehathil
- lirik lagu mart'nália - tomara
- lirik lagu john yelvington - es y'golonac