lirik lagu pritom hasan - morey jak
[intro: natalia]
si je n’aime pas
je le brûlerai de toutes façons
si je n’aime pas
je le brûlerai de toutes façons
[verse 1: pritom hasan]
তুমি হাসলে যে ফোটে ফুল সবখানে
তাই তো আমি করি যে ভুল বারে বারে
তুমি যেখানে, সেখানে পাখিরা ডাকে
সে পাখিরা কেউ তো চেনে না আমাকে
[pre~chorus: pritom hasan]
যদি তুমি জানতে চাও, কী চাই আমি পৃথিবীতে
রাখবে কি গোপন করে না হয়ে অবাক?
[chorus: pritom hasan]
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক
শুধু তোমার ফুল, তোমার পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল, তোমার হাসিরা বেঁচে থাক
[instrumental break]
[verse 2: pritom hasan]
পলকবিহীন এ আয়নাতে চেয়ে থাকো যদি
সে ভেঙে যাবে
সে ভেঙে যাবে
তোমার প্রিয় তারার দল ভুলে গেছে আমাকে
অনেক আগে
অনেক আগে
[pre~chorus: pritom hasan]
যদি তুমি জানতে চাও, কত ব্যথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে না করে রাগ?
[chorus: pritom hasan]
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক
শুধু তোমার ফুল, তোমার পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল, তোমার হাসিরা বেঁচে থাক
[outro: natalia]
si je n’aime pas
je le brûlerai de toutes façons (সবাই মরে যাক)
si je n’aime pas
je le brûlerai de toutes façons
si je n’aime pas
je le brûlerai de toutes façons
si je n’aime pas
je le brûlerai de toutes façons
Lirik lagu lainnya:
- lirik lagu aliyah (underground) - forget about u
- lirik lagu ingratax - rosita sakura*
- lirik lagu atmosphere - after tears
- lirik lagu slater (group) - dangerous
- lirik lagu jaimee harris - like you
- lirik lagu missu - по кругу (round)
- lirik lagu zero of sunlight - r.a.m
- lirik lagu tate mcrae - 10:35
- lirik lagu thefuturr - same story/new title
- lirik lagu devon brent - fatcat