lirik lagu pritom hasan - joy porajoy
Loading...
[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে
[pre~chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়~পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
[instrumental break]
[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre~chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়~পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
Lirik lagu lainnya:
- lirik lagu szopeen - bloom
- lirik lagu bloodson - after you leave
- lirik lagu noah kahan - flew way up high [unreleased]
- lirik lagu maná - mariposa traicionera (2020 remasterizado)
- lirik lagu boys & the b - postiche
- lirik lagu idk - salty
- lirik lagu 888x888 - 8s anthem
- lirik lagu baby j [pr] - la quiero y la amo
- lirik lagu hanna enlöf - brave for you
- lirik lagu my first story - アンビシャス (ambience)