
lirik lagu pritom hasan - didha (from “borbaad”)
[verse 1]
জানি না কী করে তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে?
[pre~chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
[verse 2]
দ্বিধা ভুলে আসবে তুমি কবে?
ধরবে এ দু’টি হাত, সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে
[pre~chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
Lirik lagu lainnya:
- lirik lagu sanguijuelas del guadiana - 100 amapolas
- lirik lagu charlie griffiths - give up the ghost
- lirik lagu dan hicks & the hot licks - a magician
- lirik lagu batidão brasil - deixa o som nos levar
- lirik lagu leo roi - mon ex
- lirik lagu caleb brohlin - hypochondriac
- lirik lagu polyfillas - i'm bored/i'm a whore
- lirik lagu choey g - rivers
- lirik lagu johnny prez - vamos a dejarlo (r&b version)
- lirik lagu dayonsu - luvmyfit&