lirik lagu pritom hasan - bhenge poro na evabe
Loading...
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ~অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
Lirik lagu lainnya:
- lirik lagu miriam baghdassarian - run away
- lirik lagu ponga // tose - pt
- lirik lagu lil coco - le son de la dénonciation
- lirik lagu maks tiger - cadillac (remix)
- lirik lagu ke1dzh - чеснок (garlic)
- lirik lagu floyd's boys - most of the time
- lirik lagu shattered skies - blinded
- lirik lagu eliyah - pour le sourire
- lirik lagu chaz cardigan - vices
- lirik lagu ℋoly ℳountain - controlla