
lirik lagu pritom hasan & aditi rahman dola - chand mama (from “borbaad”)
[intro: aditi rahman dola]
أنا عاصفة، هل يمكنك إيقافي؟
أنا عاصفة، هل يمكنك إيقافي؟
[verse 1: pritom hasan]
তোমার কথা ভুলতে গেলাম
ভুলতে গিয়া তাও ভুলি না
ভুলতে গিয়া তাও ভুলি না
গান বাজে দুই কানে
মন আমার পাগলা রকেট
আগুন লাগে তাও উড়ে না
তোমারে উড়তে দেইখা
ব্যথা লাগে এই প্রাণে
[pre~chorus: pritom hasan]
ভেল্কি মারে, ভেল্কি মারে
তোমার প্রেমের আগুনে
নিশি রাইতের ফাগুনে
জ্বলি আমি তেলে বেগুনে
ভালোবাইসা গালি মারি
কার নিষেধ বারণে?
বাড়ি গিয়া দেখি নানি
গান শোনে headphone~এ
[chorus: pritom hasan]
আয়রে, আয়, চাঁদ মামা
চিমটি দিয়া যা রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
চাঁদ মামা, চাঁদ মামা
চিমটি দিয়া যা রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
[instrumental break]
[verse 2: aditi rahman dola]
পাখি পাখি মন তোমার
উড়তে গিয়াও তাও উড়ে না
খালি খালি আশা দেখায়
ভালোবাইসা তাও বাসে না
কাকেরই ঘরে কোকিল
বাসা বাঁধে ভুল দোষে
তেমনি তোমার এ প্রেম
আমার মনে টানে না
তুমি পিছা ছাড়ো না
আবার ভালোবাসো না
বলো কি তফাৎ
তোমার মাঝে আর পাগলে?
[pre~chorus: aditi rahman dola, pritom hasan]
ভেল্কি মারে, ভেল্কি মারে
তোমার প্রেমের আগুনে
নিশি রাইতের ফাগুনে
জ্বলি আমি তেলে বেগুনে
ভালোবাইসা গালি মারি
কার নিষেধ~বারণে?
বাড়ি গিয়া দেখি নানি
গান শোনে headphone~এ
[chorus: aditi rahman dola, pritom hasan]
আয়রে, আয়, চাঁদ মামা
চিমটি দিয়া যা রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
চাঁদ মামা, চাঁদ মামা
চিমটি দিয়া যা রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
চাঁদ মামা, চাঁদ মামা
চিমটি দিয়া যা রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
[outro: aditi rahman dola, aditi rahman dola & pritom hasan]
أنا عاصفة، هل يمكنك إيقافي؟
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
أنا عاصفة، هل يمكنك إيقافي؟
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
أنا عاصفة، هل يمكنك إيقافي؟
কে ভালো কে রে মন্দ
আমি চিনি না রে
Lirik lagu lainnya:
- lirik lagu меркурий. [aeon.mercury] - чёрные зеркала (black mirrors)
- lirik lagu joejas - run?!
- lirik lagu myro & bar9 - take me up (tantrum desire remix)
- lirik lagu myro & bar9 - take me up
- lirik lagu rita pavone & gianni morandi - abbiamo 16 anni
- lirik lagu sleepwalker 18 - что ты больше любишь?
- lirik lagu boolymon - pack flippin
- lirik lagu iamsmallmarley - toxicwrld
- lirik lagu precede - brand
- lirik lagu teroxvi - status!