
lirik lagu pratima banerjee - ekta gaan likho amaar janya
Loading...
একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
Lirik lagu lainnya:
- lirik lagu judith olmo - alas
- lirik lagu fiq - satu peluang lagi
- lirik lagu drope - contra ti
- lirik lagu naps feat. 13emeart - pochon bleu
- lirik lagu ali as - roofparties & late-checkouts
- lirik lagu bendicion (eduardo torres) - 911
- lirik lagu cammy-kun - growth
- lirik lagu bigflo & oli - pour un pote
- lirik lagu skillvr - миллион
- lirik lagu ilari - hunajaa