lirik lagu pragata naoha - লাবণ্য (labonya)
Loading...
[intro]
এই পৃথিবীটা অনেক সুন্দর
চাইলে দেখিয়ে দিতাম
তোমার গভীর স্বপ্নে
চোখ বুলিয়ে দেখতে হবে
সব কিছু দূরে মনে হলেও
বলতে পারবো সব কাছে
[verse]
আমি কুয়াশাতে খুঁজতে যাই
রাতের মাঝে গলির এক কোনায়
শীতকালে কোনো রাস্তার আশ্রয়ে
সব কিছু তেই তোমায় খুঁজতে চাই
[pre~chorus]
লাবণ্য, আমি কান পেতে রইলাম
তোমার হৃদয়ের মাঝে
আমায় মুক্ত করো
তোমায় খুঁজে খুঁজে ডুবে গেলাম আমি
আবেশ এর জলে
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
[instrumental]
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
Lirik lagu lainnya:
- lirik lagu homixide gang - bb
- lirik lagu howz - lotus (single)
- lirik lagu makspe - życiowe faux pas
- lirik lagu nathan johnson - breathe (l.i.t. vol. 1)
- lirik lagu aqvamarvn - мариннегрусти (intro) (mdbs)
- lirik lagu jadu heart - blame
- lirik lagu kaptain skurvy - the booty boogie (dj hexx "negative transmission" remix)
- lirik lagu velanit - pioneer
- lirik lagu mc 張天賦 (cheung tinfu) - overkill
- lirik lagu xavier weeks - rumors