lirik lagu porshi - a kemon valobasha
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
যত আমি দেখি তোমায়, তত আরো দেখার ইচ্ছে হয়.
যত আমি ভাবি তোমায়, ভাবনারা উড়াল দেয়…
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
কত কথা বল তুমি, চেয়ে থাকি মুগ্ধতায়,
নিরব থেকেও আমি, কথা বলি যে চোখেরই ভাষায়.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
হাজার ভীড়েও আমি যে একা,
ভরে যায় বুক পেলে তোমার দেখা.
কত রং এ জাগি যে শত শিহরণ,
অনূভবে আছো যে তুমি অনুক্ষণ.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
এ কেমন ভালোবাসা বুঝিনি তো আগে,
তুমি থাকো যদি কাছে সবই ভালো লাগে.
শেষ
Lirik lagu lainnya:
- lirik lagu twise - afroflagos
- lirik lagu rio pourcel - no z's
- lirik lagu saul el jaguar alarcón - está llorando mi corazón
- lirik lagu caron wheeler - need a man
- lirik lagu kiiara - whippin
- lirik lagu 滅火器 - 舊照片
- lirik lagu 滅火器 - 海上的人
- lirik lagu debi nova - club
- lirik lagu enoch light & charleston city all-stars - who
- lirik lagu 王嘯坤 - 是否我真的一無所有