lirik lagu popeye (bangladesh) - odekha alo
Loading...
আমি ঝড় কি দেখেছি, আমি কষ্ট কি বুঝি
জীবনের খোলা পথে আমি নিজেকে খুঁজি
আকাশের মতো বিশাল, কোনো সাগরের সমান
মতো দুঃখের বোঝ নিয়ে, আমি মিছে হেসে গেছি
সব ভুলে একটু সুখের খোঁজে
কতবার ফিরেছি শূন্য দুহাতে
বিষন্নতার অভিশাপে ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে
আমি স্বপ্ন ভেঙেছি, আমি সত্য মেনেছি
ভালোবাসা গিয়ে ভুলে, আমি ঘৃণা শিখেছি
পাথরের মত নিথর, সময় করেছে ভিতর
আমি ছিলাম না এমন, আমি ছিলাম না এমন
হঠাৎ দেখি হয়ে গেছি একা
সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা
নীরব আঁধার নেমে নিল ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে, আলো কে
হঠাৎ দেখি হয়ে গেছি একা
সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা
বিষন্নতার অভিশাপে ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে, আলো কে
Lirik lagu lainnya:
- lirik lagu rise of the northstar - clan
- lirik lagu justin bieber - slave 2 the rhythm
- lirik lagu d'vo - intergalactic beings
- lirik lagu seri - sam u!
- lirik lagu diarrea cronica records - pamper cagado
- lirik lagu dozenthewav - no wifi
- lirik lagu 7bby - csillagkép
- lirik lagu stereo nova (grc) - να με θυμάσαι (na me thymasai)
- lirik lagu every so often - groove!!!
- lirik lagu mimi mars - kodoo