lirik lagu piash reza - ak mutho shukh
এক মুটো সুখ বেলা শেষে
তোমায় নিয়ে কতখানি।
অনুভূতি সব নিরুদ্ধেশে
তুমিও ভাবছো অামায় জানি।
কথা বেকুলতার পিছুটান
ফেলে আসি তবু হয়নিতো ম্লান।
ভালোবাসি আমি শুধু তোমাকে…
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
অতটা ভাবনা আমায় রেখেছে বিভোর করে
যতটা ভাবলে তোমার শিহরণ এ মনের ভেতরে।
অতটা ভাবনা আমায় রেখেছে বিভোর করে
যতটা ভাবলে তোমার শিহরণ এ মনের ভেতরে।
কখা বেকুলতার পিছুটান ফেলে আসি তবু হয়নিতো ম্লান,
ভালোবাসি আমি শুধু তোমাকে।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
কিছুটা প্রেমবিলাসী অভিমানী অবাধ্য মনটাকে
যত চাই বেঁকে রাখতে
হঠাৎ নিখোঁজ হয় এক ফাঁকে,
কিছুটা প্রেমবিলাসী অভিমানী অবাধ্য মনটাকে
যত চাই বেঁকে রাখতে
হঠাৎ নিখোঁজ হয় এক ফাঁকে,
কথা বেকুলতার পিছুটান
ফেলে আসি তবু হয়নিতো ম্লান।
ভালোবাসি আমি শুধু তোমাকে…
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
Lirik lagu lainnya:
- lirik lagu peter, paul and mary - unicorn song
- lirik lagu luminize - goo goo
- lirik lagu the thermals - hey you
- lirik lagu musikk i skolen - idas sommarvisa
- lirik lagu bay of bengal - opare
- lirik lagu valeria - te amaré
- lirik lagu recep alemdar - geceler
- lirik lagu grupo aventura - la guerra
- lirik lagu justin bieber - oh girl
- lirik lagu helenamaria - love story (taylor swift)