lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu parvathy baul - kichudin mone mone adlib

Loading...

[verse 1]
ইশারায় কইবি কথা গোঠে~মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে

[chorus]
কিছুদিন মনে মনে
মনে মনে মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে

[verse 2]
রাই ধ্বনি
ওরে শ্যামকে যখন পড়বে মনে মনে
তুই চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
রাই তুই চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে

[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...