lirik lagu partho - pothik
Loading...
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
Lirik lagu lainnya:
- lirik lagu keed - rolex
- lirik lagu михей & jumangee feat. инна стил - туда
- lirik lagu djany - a l'aise
- lirik lagu rap contenders - lamanif vs st saoul
- lirik lagu nathan sykes - over and over again (feat. ariana grande)
- lirik lagu gita bains & tigerstyle - talli ni goriye
- lirik lagu kid cudi - passion, pain & demon slayin' [tracklist + album art]
- lirik lagu havana brown - like lightning
- lirik lagu marie madeleine - nuit noire
- lirik lagu i love u boyz - 中居與正廣