lirik lagu paromita chagtterjee - aamar moner koner baire
Loading...
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি ।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
Lirik lagu lainnya:
- lirik lagu digvalley - life is long
- lirik lagu tine silke - tæt på mig
- lirik lagu isweat fitness music - ana caban intro
- lirik lagu liis lemsalu - rohkem värve
- lirik lagu prom - switch on
- lirik lagu el lobo y la sociedad privada - por ultima vez
- lirik lagu armors - revolvers
- lirik lagu kid cudi - handle with care
- lirik lagu sauti sol - say yeah
- lirik lagu various artists - i'm lookin' for something