lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu papon & shreya ghoshal - esheche raat

Loading...

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে

হয়তো আজ ছুঁয়ে দিলাম

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম

সে আদরের অন্য নাম
চেনা ঠোঁটের তিল বোতাম
ছুঁয়েছে যে মেঘেরা নেই আমার শহরে

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ

রাত দুপুরে ডাকছে দূরে দীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ
সে যেন জানে সব
কথাদের মানে সব
সুখ ভেজা পালক

কেউ তো নেই, বৃষ্টি হোক
জানলা দিয়ে রাখছি চোখ
পাড়া নিঝুম, উড়েছে ঘুম রাতের চাদরে

এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...