lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu owned - omor

Loading...

ছোট বীজের কদর কেন করবো, বলো
আর কত করবো?
এক বিন্দু বালির শুষ্ক ভার কেউ বুঝি না কেন
বুঝি না কেন, বলো

হয়তো সব হারানোর পর বুঝবো সব কিছু
এখনও দেখো না কেন এই সামান্য কত বড়?

এখন যে তুচ্ছ, পরে হবে সে অমর
ফেলে দিও না, এখন অপেক্ষা করে দেখো
অপেক্ষার শেষে আলো থমকে থাকে যেন
চারিপাশে দেখো তোমার আর কেউ নেই
কেন নেই, বলো

হয়তো সব হারানোর পর বুঝবো সব কিছু
এখনও দেখো না কেন এই সামান্য কত বড়?

পূর্ণ করে দেখো কি গড়েছি
শুষ্ক গভীর পথে
পূর্ণ করে দেখো কি গড়েছি
শুষ্ক গভীর পথে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...