
lirik lagu one beyond tomorrow (obt) - shokal
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
Lirik lagu lainnya:
- lirik lagu mark battles - above water
- lirik lagu willie wartaal - al die boyz
- lirik lagu jorgitoalc - cara frozen
- lirik lagu yvng ricky - trouble
- lirik lagu lil keed - backends
- lirik lagu fuckinglonely - damn
- lirik lagu cole nova - misfit
- lirik lagu trisha yearwood - the mirror
- lirik lagu spaceboyi - alright
- lirik lagu blake rouse - how do i know?