lirik lagu old brigade - biday
[verse 1]
যা দেখার ছিলো, দেখোনি
যা বলার ছিলো, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সঙ্গোপনে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[verse 2]
যা শোনার ছিলো, শোনোনি
যা বোঝার ছিলো, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[bridge]
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যেতে দিতে হয়
Lirik lagu lainnya:
- lirik lagu italo svelto - anthony hopkins
- lirik lagu lil nas x - test
- lirik lagu every little thing - 青い煌めき (blue sparkle)
- lirik lagu ki:theory - i wanna run (radio edit)
- lirik lagu j.say - goodbye
- lirik lagu napoleon da legend - dieu est en nous
- lirik lagu lq (iceheart) - ostatnia piosenka o tobie
- lirik lagu şiirbaz - sokak lambasından kaçış
- lirik lagu griz - medusa
- lirik lagu burgos - ugly