lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu odd signature - tumio paro - odd signature official

Loading...

তুমি পারো রঙিন এক দৃশ্যতে
রঙ মাখা তুলি ছুঁয়ে হাসি ফোটাতে
তুমি পারো রংধনুর রঙ ছুঁয়ে
এঁকে শত ছবি এক হাতে এক সাথে

তুমি পারো সে কবিতার ছন্দতে
কিছু কথা দিয়ে মানুষের মন ছুঁতে
তুমি পারো সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে

রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি

তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তাকে রংধনু দেখাতে
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে

তুমি হেসে দেখো সেই মেঘের দল
চুল উড়াবে বাতাসের বেগ প্রবল
তুমি পারো খুঁজে নিতে সেই বিষয়
তোমার হাসিতে হাসিবে সে সবসময়
কালো কাজলে চোখখানা আঁকতে
তুমি পারো সেই রঙ তুলির দৃশ্যতে
তুমি পারো সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে

রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি

তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তাকে রংধনু দেখাতে
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে
সব শেষে হেসে পাখি দেখা
মনে হবে নীলের রঙে সবই আঁকা
হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে
রোদে, রোদে আবার

হেসে দেখো, স্মৃতি হয়ে রবে
রঙে রঙিন স্বপ্ন খুঁজে পাবে
হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে
রোদে রোদে
রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি

তুমিও পারো
তার হাসিটা ফোটাতে
তুমিও পারো


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...