
lirik lagu odd signature - tumio paro - odd signature official
তুমি পারো রঙিন এক দৃশ্যতে
রঙ মাখা তুলি ছুঁয়ে হাসি ফোটাতে
তুমি পারো রংধনুর রঙ ছুঁয়ে
এঁকে শত ছবি এক হাতে এক সাথে
তুমি পারো সে কবিতার ছন্দতে
কিছু কথা দিয়ে মানুষের মন ছুঁতে
তুমি পারো সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে
রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তাকে রংধনু দেখাতে
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে
তুমি হেসে দেখো সেই মেঘের দল
চুল উড়াবে বাতাসের বেগ প্রবল
তুমি পারো খুঁজে নিতে সেই বিষয়
তোমার হাসিতে হাসিবে সে সবসময়
কালো কাজলে চোখখানা আঁকতে
তুমি পারো সেই রঙ তুলির দৃশ্যতে
তুমি পারো সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে
রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তাকে রংধনু দেখাতে
তুমিও পারো তার হাসিটা ফোটাতে
তুমিও পারো তার রঙে এক রঙিন রংধনু এঁকে
সব শেষে হেসে পাখি দেখা
মনে হবে নীলের রঙে সবই আঁকা
হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে
রোদে, রোদে আবার
হেসে দেখো, স্মৃতি হয়ে রবে
রঙে রঙিন স্বপ্ন খুঁজে পাবে
হাসো তুমি, দেখো তার ছায়া খুঁজে
রোদে রোদে
রোদের সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন যবে ঋণ শোধের পর
এক সময় হবে প্রিয়জনের প্রয়োজনে
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপারে
আমি জানি
তুমিও পারো
তার হাসিটা ফোটাতে
তুমিও পারো
Lirik lagu lainnya:
- lirik lagu smcukers - rotten
- lirik lagu vouchmolotovgirl - $adness
- lirik lagu glo - devil rule the world
- lirik lagu chudy dredd - iskra
- lirik lagu the careful ones - to be together
- lirik lagu rebecca moore - needle man
- lirik lagu paula engels - stille
- lirik lagu justin kcoolie - the last man standing
- lirik lagu skewed - your legacy
- lirik lagu barbara whiting - i like men