lirik lagu obscure - desh char razakar
ছড়িয়ে যা বিষ যতোটা পারিস
যা ছড়িয়ে হাহাকার
আমরা তবু বলেই যাবো-
দেশ ছাড় রাজাকার
তোদের বিচার নাট্যশালায় ছুরি বোমা কাঁপে পাড়া
ইজ্জত নেওয়া হাতে লেগে আছে ভাইয়ের রক্তধারা
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
কত জননীর কোল খালি আজো
স্বামীও ফেরে নি ঘরে
বুড়িগঙ্গায় লাশ ভেসে যায় দেখেছি একাত্তরে
আলতাফ গান গায় নি তো আর
খায় নি তো ভাত আজাদ
খোদার কাছে অনেক করেছি নিয়মিত মোনাজাত
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
ধর্মের নামে উল্লাসধ্বনি
খোদার আরশও কাঁপে
দেশে আজো তাই হানাহানি জারি রয়েছে তোদের পাপে
তিরিশ লক্ষ শহীদের স্মৃতি ভোলে নি বাংলাদেশ
রক্তবীজেরা ঝাড়ে বংশে একদিন হবে শেষ
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
Lirik lagu lainnya:
- lirik lagu cupcakke - opportunity
- lirik lagu angel inn levi - "what's up"
- lirik lagu lospetitfellas - teorías, caos y besos
- lirik lagu véronique sanson - live
- lirik lagu tal - je prends le large
- lirik lagu embrace one feat shaz sparks - altitude
- lirik lagu mastodon - tread lightly
- lirik lagu angel inn levi - "know your name"
- lirik lagu s.crew - j’aurais pas dû
- lirik lagu angel inn levi - "one time for the mind"