lirik lagu obscure (band) - majhrate chad jodi
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙেছো
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
Lirik lagu lainnya:
- lirik lagu hotboii - goat talk
- lirik lagu herencia de patrones - el boss
- lirik lagu mc igu - beat do celo
- lirik lagu myleeh - magnolia
- lirik lagu chullage - fidju maria
- lirik lagu carlos paz - filosofía de juan
- lirik lagu before the harvest - filthy breed
- lirik lagu choses sauvages - le palais des erreurs
- lirik lagu mac pepple - i'm a mess
- lirik lagu alex ergas - queen of the bugs