lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu obosesh - shoishob

Loading...

অচেনা ভোরে অদেখা চোখে
জন্ম আমার এই শহরে
জানালার পাশে বসে আমি একা
সময় হলো চল তোরা
তবু ইচ্ছে করে যাদুর ঘোরে
ফিরে যাই সেই কৈশোরে
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে.. ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে

থমকে দাঁড়ানো মুহূর্ত
ডাকছে আমায় পিছু
ভবিষ্যতের কাছে আমি
করছি মাথা নিচু
হারিয়ে গেছে সেই শৈশব
জীবনস্মৃতির গানে
ক্রিকেট,ফুটবল,কানামাছি
সুখ আনতো প্রানে
এখনো একা বসে ভাবি
এই স্মৃতি কোথায় রাখি
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে
সময়ের আবর্তনে
হারিয়েছি কত স্মৃতি
অবেগ জড়ানো পুরোনো খেলা
স্মৃতিঘেরা ছোটবেলা
যেতে চাই যান্ত্রিকতা ছেড়ে
বাবা মায়ের স্নেহতলে
এই জীবন যুদ্ধ শেষে
সে পুরোনো শৈশবে
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার রঙ্গিন শৈশব
ফিরিয়ে দে ফিরিয়ে দে
আমার চেনা শৈশব
ফিরিয়ে দে, ফিরিয়ে দে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...