lirik lagu oblique - stobdho
Loading...
তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মতো
নেমে আসতে পারবো কি
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপনের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন
সভ্যতার মুখোশে
স্বার্থের আপোষে
আড়াল করা প্রণয়ে
ব্যস্ততার অভিনয়ে
সরলরেখা আমি
তোমারই সমান্তরাল
ভঙ্গুর প্রাচীর ঘেরা
শ্যাওলা পড়া দালান
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
Lirik lagu lainnya:
- lirik lagu enjo - starlight
- lirik lagu dixie flatline - sugarvine
- lirik lagu imissyousomuch - o cara da tatuagem de peixe
- lirik lagu chriskris - intoxicated
- lirik lagu dayzvibes - vai e vem
- lirik lagu the offbeat committee - tangerine daydream
- lirik lagu surviving the america - shoot me down
- lirik lagu arelle tones - save us
- lirik lagu 22 - sum of parts
- lirik lagu gettomasa - tsikipau