lirik lagu nonta biskut - shilpo amar
Loading...
যেদিকে যায় এ দুচোখ
দৃশ্য টা অচেনা
মনের ই জানালা তে
আমার ই ছেলে খেলা
রং তুলি তে রং মেখেছি
ক্যানভাস খোলা আকাশ
যা খুশি তা রং ছড়িয়ে
ইচ্ছে মত আমার
যেদিকে দু পা বাড়াই
দিগন্ত টা আমার
মনের ই জানালাতে
আলোকিত জোছনা
সেই আলোতেই শিল্প আমার
কত সুর বেদনার
বলতে গিয়ে লিখেই ফেলি
নতুন একটা গান
আমার যত কল্পনা আমি তাতেই ডুবে আছি
নিজের মত ঘর বানিয়ে নিজেই তাতে থাকি
ভালবাসা একটু পেলেই অনেক দুর আমি হাঁটি
চাওয়া পাওয়ার অঙ্ক ফেলে কল্পনাতেই বাঁচি
আকাশ টা ছুতে চাই
বিবর্ণ মেঘেরা
বলে দিয়ে যায় আমায়
পৌঁছে গেছি আমি প্রায়
এলোমেলো গল্প আমার
বদলে যায় বারে বার
শুন্য হাঁতে ইচ্ছে গুলো আগলে রাখি আবার
Lirik lagu lainnya:
- lirik lagu xo stereo - this disease
- lirik lagu xir feat. sancak - sessizlik
- lirik lagu omarion - distance
- lirik lagu daniel keys - base on a true story
- lirik lagu chris tomlin - all yours
- lirik lagu s.p. balasubrahmanyam - nindu aakashamantha manasu (male version)
- lirik lagu ivy sole - everything to lose
- lirik lagu the dig (rock) - you're already gone
- lirik lagu slander (italian hardcore band) - never enough
- lirik lagu dj bobo - never stop dreaming