lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nihon - hojoborolo

Loading...

(hook)

অহংকারে জইল্লা খালি পুরতাসে
ব্যঙ্গে দেহি ফাল পারে হুতাশে
কাটা বিন্দাইয়া কাটা তুলতাসে
হ~জ~ব~র~ল

(verse 1)

অনে কানের তুলা সরায়া আমার কত্তাত্তি হুনেন
মাইনসেরে পরায়া টুপি কিয়ের তসবি গুনেন।
মায় কয় মাসির কতা মাসিয়ে কয় মারটা
সবতেই বলে আউলিয়া বিশ্বাস যামু কারটা

আমি যেই সিস্টেমে, তুই ও হেইডার আন্ডারে
হরিণ বাসে ডরে ডরে,শিয়াল মিলায় ধান্দা রে
মানডারে কমাইয়া দুধ বেইচ্চা মদ খাস
গইন্না গইন্না ভাত খাস, হাসা কইতে আটকাস

মোল্লায় এহন সাহেব, ৯০ সনের ভিলেন
সুদ খাওয়া হারাম কইয়াও জুইত কইরা গিলেন।
দিলেন বাউ আতটা হান্দায়া
নিজে থায়েন আরাম আয়েশে আরেকজনরে কান্দায়া।

কতা দিলেন একহানো, মোখ দিলেন একহানো
হেরো মিয়া আমনের সব ভালোবাসা দেখানো।
পুশকুনির কতা কইয়া সাগর করলি চুরিরে
একতো হেরো উরপে দিয়া সিনাজুরিরে

hook

অহংকারে জইল্লা খালি পুরতাসে
ব্যঙ্গে দেহি ফাল পারে হুতাশে
কাটা বিন্দাইয়া কাটা তুলতাসে
সব সম্পর্ক ভুলতাসে

নিন্দুকের কপালে দুখ আসে
কর্ম কর সুখ আসে
বাপ্তি গাইল্লা পাইয়া উরতাসে
উন্নতির খোজে ঘুরতাসে।
জইল্লা জইল্লা খালি পুরতাসে।
পাও চাইট্টা উরতাসে
ফাল পারে হুতাসে

(verse 2)

জালারে জালা এপ সালা
বেইমানি যেই ই করসে ওই ই আসে বালা
আমি তো আর ভালা না ভালা লইয়াই থায়েন
আমনের যত বাহিনী সব আমনেরতেই রায়েন।

শইল্লে নাই তেনা,ভায়ের জায়গায় জায়গায় দেনা।
কান গেলো পইচ্চা, তুই অন্য কানে প্যানা
এইরহম শিকি নিহনের পকেডে থায়ে না
চোরাইমাল বেচতে গিয়া আশটো রহন বায়েনা।
বলদ ছলদ ভাবেন ভাই সম্মান করি দেইক্কা নি
বারো পদের লগে মিল্লা ১২রহম খেন্নাকি।
দেপ মিয়া ফাইল্লানি
ম্যাল ছাড়া কতা কইতে খারার উরপে তাল্লানি

আয়হায় খারায় মোতে ভায়ে হেন করবো তেন করবো কইয়া এহন এ কি।
দুরেত্তে সন্য গয়না সামনে গেলে সিটি গোল্ড আসলে ভাই ওইলো আকামের ঢেকি। (গাড়ি ঘুরা)

hook

verse 3

আলো গোলামের পুত গোলাম জমিদার হাজস ক্যা।
বিষ তো তর মনে তুই পাইনশা দাত মাজস ক্যা
বাজস ক্যা আরেকটার গলার কাডা
মাইনসের দোষ দেস বেডা তরতো নিজের হারিই ফাডা।

বেলাইনে কতা কস কতার কোনো ডাইস নাই
জবান চোট্টা জাউরাগিনি কাইল আসে আইস নাই।
যাগো লগে খাইস নাই অরাই লাগে
মাগো মা রাক্ষশ আইলো টেয়া পয়সা সরাই আগে

কাউয়ারে বুঝা অরা যাতে পাক পাক না করে
বেশি আতাইলে কউতরের পাখনা ঝরে।
ডরে, থায়ি বাজান ডরে
কুশুম জানি গানে আমি খাইয়া দেই তরে।
মানুষ রুপি নর বান্দরে, ভালা হাজার ভান ধরে।
পাস মিশালি কতা কইয়া পাস জনের কান ভরে
আংগো লগে এডি কইলাম চলতো নারে
ওই পিসা মারার কতায় মন গলতো নারে।

hook


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...