
lirik lagu nemesis (bgd) - ghum
[verse 1]
সময়ের প্রান্তে
আমি দাড়িয়ে
তোমার অনুসরণে
চলো ওপারে
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
অবশতার মাঝে
[verse 2]
এই অবশতা আর নিতে পারছি না
তুমি আমায় ছেড়ে দাও
চলে যাই দূরে কোথাও
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
[verse 3]
রোদের খেলায় আমার ঘুম ভেঙে যায়
শুয়ে ভাবি আমি আজ কোথায়
নতুন দিনে পুরোনো আশায়
জড়িয়ে রাখে তোমারই মায়ায়
[chorus]
ঘুম আসে না
ঘুম আসে না
[instrumental break]
[verse 4]
ওপারের গল্প
জানা নেই, আছি অপেক্ষায়
অন্ধকার না আলোয়
জেনে নেবো এই পথচলায়
[guitar solo]
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি আর না ভাঙ্গে
আমি ফিরে যাই ওপারে অবশেষে
Lirik lagu lainnya:
- lirik lagu julien lieb - bpm
- lirik lagu the steeles - climbing jacob's ladder
- lirik lagu don't try - crumbs
- lirik lagu lee silver - roll 'em dice
- lirik lagu klisman - ouro branco
- lirik lagu asha (tur) - kendine iyi bak*
- lirik lagu vower - deadweight
- lirik lagu marián varga, pavol hammel & radim hladík - na schodoch gymnázia
- lirik lagu dayerteq - дэнс слоу) (snippet 01/04/25)*
- lirik lagu nlo - больше не страдаю (i don't suffer anymore)