
lirik lagu nemesis (bgd) - ghour
Loading...
[verse 1]
চলো উড়ে যাই
জানি তুমি আছো অপেক্ষায়
যাবে কোথায়?
মহাকাশের সীমানায়
রাতের তারায়
লুকিয়ে থাকবো দু’জনে
ঘুরে বেড়াই
[chorus]
আমাদের ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
[verse 2]
জানি ফিরে যেতে হবে অবশেষে
বাস্তবতার এই ভিড়ে
কোনো মন্ত্র পরে অদৃশ্য হয়ে
যদি পারি থাকি লুকিয়ে
লুকিয়ে কেও যেন না খোঁজে
সময়ের হাত ধরে যাই ছুটে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
[bridge]
চলো পেরিয়ে সবকিছু রেখে মহাকাশে এই ঘোরে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
Lirik lagu lainnya:
- lirik lagu gwenmars - stuck to the sun
- lirik lagu the maneken & sirko - нова ера (new era)
- lirik lagu 667plugg - n9
- lirik lagu idk (rou) - unde-s frații*
- lirik lagu ari navarro & khayri bedwars - rise
- lirik lagu midix - хороните чувства (bury the feelings)
- lirik lagu anastasia - για την ελλάδα (gia tin ellada)
- lirik lagu murs - off my chest
- lirik lagu cmmy - ok ok
- lirik lagu charlie sizemore - i washed my face in the morning dew