lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nemesis (bgd) - ghour

Loading...

[verse 1]
চলো উড়ে যাই
জানি তুমি আছো অপেক্ষায়
যাবে কোথায়?
মহাকাশের সীমানায়
রাতের তারায়
লুকিয়ে থাকবো দু’জনে
ঘুরে বেড়াই

[chorus]
আমাদের ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে

[verse 2]
জানি ফিরে যেতে হবে অবশেষে
বাস্তবতার এই ভিড়ে
কোনো মন্ত্র পরে অদৃশ্য হয়ে
যদি পারি থাকি লুকিয়ে
লুকিয়ে কেও যেন না খোঁজে
সময়ের হাত ধরে যাই ছুটে

[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
[bridge]
চলো পেরিয়ে সবকিছু রেখে মহাকাশে এই ঘোরে

[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...