 
lirik lagu nemesis (bgd) - egiye nao
Loading...
 
 
রঙ্গিন ধুলোর খেলাতে
আমার স্বপ্ন সব রয়েছে
তারাদের হাসি দেখে
মনে পরে তোমাকে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
চার দেয়ালের মাঝে
আমার স্বপ্ন আমার হাতে
মেঘের গান এরই ভিড়ে
চেয়ে দেখি তোমাকে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ভুলে যাও হারানো কথাগুলো
এগিয়ে নাও
আমার স্বপ্নগুলো
তুমি কি কখনো ভুলো
তোমারই প্রতিদিনের খেলাতে
সবকিছু পাব খুঁজে
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও পিছিয়ে থাকা কেন
ভুলে যাও হারানো কথাগুলো
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
Lirik lagu lainnya:
- lirik lagu ruben annink - hoe kan jij
- lirik lagu claustrofóbicos - nebulosa (acústico)
- lirik lagu kasey cisyk - де ти тепер (where are you now?)
- lirik lagu jumbo javid - xor
- lirik lagu гера грач (gera grach) - она (she)
- lirik lagu biettlav - what's on my iphone
- lirik lagu georgia maq - the la river
- lirik lagu snort face - hyper classic
- lirik lagu b murph - sorry for saying sorry
- lirik lagu saki225 & roddy key - trapfricain 2