lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nemesis (bgd) - dour

Loading...

[verse 1]
চারিপাশে গোলাগুলি
তোমায় একটা কথা বলি
আমায় মনে রেখো না
আমার কথা ভেবো না
মনে রাখলে ব্যথা যাবে বেড়ে
তোমার আঘাতে আমি যাবো হেরে
ছুটে যাও তুমি অন্য কোথাও

[chorus]
কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!

[verse 2]
আমার সামনে অমঙ্গলের ছাপ
আমার পিছনে তুমি এক নিষ্পাপ
মাঝে আছি আমি প্রতিবাদী

[chorus]
তাই কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!

[instrumental break]

[chorus]
দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!
[outro]
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...