 
lirik lagu nemesis (bgd) - dhushor bhabna
Loading...
 
 
কেটে যায় দিন তো কেটে যায়
ধূসর রং এর মতো মলিন হয়ে যে রয়
জানে না, কেউ তো আজ সে সব কথা
যা শুধু..তারই লেখা
তোমরা কি ভেবে দেখেছো ?
মনেরই দুয়ার খুলে
সাদা কালো স্বপ্ন গুলো..কেন ধূসরিত ?
নতুন দিনের কল্পনায় কেন আজ মোরা বিভোর ?
সময়ের মাঝে যেন আবদ্ধ
খুঁজে ফেরা তবু..পালাবার পথ গুলো ..
তবু যেন সব কিছু এগিয়ে যাওয়া সেথায় ..
যেথা হতে পথ গুলো শুধুই ভুলে চলা
তোমরা কি ভেবে দেখেছো
মনেরই দুয়ার খুলে
সাদা কালো স্বপ্ন গুলো..কেন ধূসরিত ?
নতুন দিনের কল্পনায় কেন আজ মোরা বিভোর ?
কেন আজ স্বপ্নগুলো শুধুই মিথ্যে হয়
কেন আজ মোরা পথহারা কেন যেথা হয়ে যায় ?
জানি না জানি না জানি না তো কিছু আজ
বুঝিনা আজ আমি কেন এ পথচলা
তবু এগিয়ে যাই অচেনা অজানার পথে
ভাবনাগুলো আজ কেন এলোমেলো হয়
সবই যেন আঁধার, সবই হারিয়ে যে যায়
কেন বলো আমায় শোনাও আমার সত্যের গান
Lirik lagu lainnya:
- lirik lagu timskrill - самый свежий (the freshest)
- lirik lagu p.o.t - f.y.b
- lirik lagu gasuiji - фaфo
- lirik lagu unedead - elevator music
- lirik lagu metal church - pill for the kill (remasted, 2025)
- lirik lagu mr.x - save me
- lirik lagu scharliina & schar - needed
- lirik lagu richiedarichest - nudes in the group chat
- lirik lagu nimality - life of the party freestyle
- lirik lagu chase gabbana - ey baby