lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nagar baul - eka

Loading...

অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা

এই সংসারে সবাই একা
কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি একা
আমার কাছে আমি একা

মিছেই চোখে চোখ রাখা
আপন মনে আপন ভূবনে সবাই একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….

দুঃখ দিয়ে দুঃখ ঢাকা
ভুল ছাপিয়ে দুখের নদী বয়ে চলে একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….

অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা….


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...